• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিশ্ব যেন বাংলাদেশে কাছে আসে সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে, সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে।’

সেমিনারে বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে ড. ইউনূস বলেন, ‘বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ