• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

কাব্যকথা সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

সফিউল্লাহ আনসারী(ভালুকা)॥
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয় নিয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রতি বছরের মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ০১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার বিকাল ৩টা-থেকে রাত ৯টা পর্যন্ত , পরিবাগ ঢাকায় শতাধীক কবি ছড়াকারদের স্বরচিত লেখাপাঠের মাধ্যমে ৪পর্বে অনুষ্ঠিত হলো ৪র্থ কাব্যকথা সাহিত্য উৎসব-২০১৭।
উৎসবে ছিল সাহিত্যের আলোচনা, কবিতা, ছড়া, পুঁথিপাঠ, কাব্যকথা সাহিত্য সম্মাননা মরমীকবি হাছন রাজা স্মৃতি সম্মাননা প্রদান। আনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টায়। পরিষদের সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্তে ও প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক জালাল খান ইউসুফীর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভ উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব ফাতেমা জোহুরা রানী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা কবি কবি মোফাজ্জল শামস, কবি ও কথাশিল্পী আরিফ মঈনুদ্দীন, মিস্টার বাংলাদেশ খ্যাত জাতীয় বডিবিল্ডার মো: রফিকুল ইসলাম,। স্বাগত বক্তব্য রাখেন কাব্যকথা সাহিত্য পরিষদ ও মাসিক কাব্যকথার উপদেষ্টা, বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী। কাব্যকথা সাহিত্য পরিষদের সহসভাপতি ও মাসিক কাব্যকথার স¤পাদক মন্ডলীর সভাপতি কবি সুফিয়া বেগম।
উৎসবের প্রথম পর্ব বিকাল চারটায় কাসাপের কেন্দ্রীয় উপদেষ্টা, কবি ও শিশুসাহিত্যিক সিরাজুর ফরিদের সভাপতিত্তে ও কবি ইকবাল হাসান ইয়ারের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এপর্বে অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদ্দিন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ত করেন কবি লুৎফর চৌধুরী, অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা স¤পাদক বীর মুক্তিযোদ্ধা কবি হালিম আজাদ,উপস্থাপনায় ছিলেন কবি আবু সাহেদ সরকার। তৃতীয় পর্বে সভাপতিত্ত কাব্যকথা সাহিত্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা, সমাজ সেবক, বিশিষ্ট রাজনিতিক
জনাব শাহ মোহাম্মদ আবুল খায়ের, অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসি সাংবাদিক ও সংগঠক কবি সলেম সুরেরী। উপস্থাপনায় ছিলেন কবি ও কণ্ঠশিল্পী গোলাম নবী পান্না।
চার পর্বে অনুষ্ঠিত কাব্যকথা সাহিত্য উৎসবে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মাজেদা রফিকুন নেছা, কবি শাহজাহান আলী ভূইয়া, ছড়াকার নূরুদ্দীন শেখ, ছড়াকার চানমিয়া চান্দু, ছড়াকার মালেক মাহমুদ, কবি শাহানা রশিদ শানু, কবি মোহাম্মদ আবু মুছা, কবি আছমা জামান, কবি মঞ্জুরুল আলম, কবি আবুল বাসার শেখ, কবি সানজিদা জামান সুমি, কবি, সফিউল্লাহ আনসারী (সাধারণ স¤পাদক ময়মনসিংহ জেলা শাখা), কবি রুনা লায়লা, কবি এস এম জাফর ইকবাল, কবি গোলাম নবী পান্না, কবি মোহাম্মদ আব্দুল বাছিদ, (সভাপতি হবিগঞ্জ জেলা শাখা), কবি সেলিম রেজা (সাধারণ স¤পাদক হবিগঞ্জ), কবি জান্নাতুর ফেরদৌসী মিনা, কবি হাবিবা মুস্তারিন, কবি হারুন রশিদ সাগর (সভাপতি নারায়ণগঞ্জ মহানগর শাখা), কবি হালিমা খাতুন মুক্তা, কবি রফিক আখন্দ, (গাজীপুর) কবি শাহবুব জোয়েল (চাঁদপুর) কবি মেহরাব রহমান (কানাডা), কবি জাহান আরা রানী ( সভাপতি ময়মনসিংহ জেলা শাখা) কবি দেলোয়ারা বেগম শেফালী, (ময়মনসিংহ), কবি ইকরামুল হায়দর বাপ্পি (ময়মনসিংহ), ড. শাহনাজ পারভীন (যশোর), শেখ মুস্তাফিজুর রহমান (জামালপুর), কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন রনি (সভাপতি সুনামগঞ্জ জেলা শাখা), কবি মতিউর রহমান (সুনামগঞ্জ), কবি ফরিদ আহমদ হৃদয় ( সাংগঠনিক স¤পাদক নারায়ণগঞ্জ মহানগর শাখা), কবি অভিলাশ অভি, কবি মো. ইমরান, কবি আতিয়ার রহমান, কবি মামুন আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুহিন, সৈয়দ একতেদার, কবি এস আই জনি, আনিসুল ইসলাম, সামছু শাহ, কবি মাসুদ রানা, কবি মাসুদ রানা লাল, কবি নাহিদা পাঠান তুহিন, কবি রিনা সরকার প্রিয়া, কবি শারমিন সৈয়দ, কবি জিহাদ চৌধুরী, কবি ইকবাল হাসান ইয়ার, ইউসুফ রেজা, মুনীরুল ইসলাম, সৈয়দ রোকন, মুহাম্মদ আসিফ ইকবাল, মানিক চক্রবর্ত্তী, মোহাম্মদ রিজাউর রহমান, সাদিয়া মেরিলিন তিথি প্রমূখ। উৎসবে ২০১৭-১৮ কর্মদিবসের নতুন কমিটি ঘোষণা করেন কবি সালেম সুলেরী। আবৃত্তিতে অংশ গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির আবৃত্তি একাডেমী ও বাচিক শিল্পী মাহেরা বিনতে রফিক, । বক্তব্য রাখেন গীতিকবি এমআর মনজু। অনুষ্ঠানে আরো উপ¯’িত ছিলেন এসকেডির নিবাহি পরিচালক বিশিষ্ট ছড়াকার সজল দাস (শ্রীমঙ্গল), বিজয় প্রকাশের প্রকাশক তপন মাহমুদ, হাওলাদার প্রকাশনীর প্রকাশক মোখলেসুর রহমান, মুক্তদেশ প্রকাশনের প্রকাশক কবি ইমন মজুমদার, পারিজাত প্রকাশনীর প্রকাশক শওকত হোসেন লিটু। অতিথিদের ফুলদিয়ে বরণ করেনেন শওকত হোসেন লিটু, কবি রুনা লায়লা, কবি রিনা সরকার প্রিয়া, কবি শারমিন সৈয়দ।
কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৭ ও মরমী কবি হাছন রাজা স্মৃতি পদক প্রাপ্তরা হলেন কবি মেহরাব রহমান (কাব্যকথা), কবি মঞ্জুরুল আলম (কাব্যকথা), কবি আছমা জামান (কাব্যকথা), কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী (কাব্যকথা), আবৃত্তি একাডেমী (কাব্যকথা), মো, ফটিক মিয়া (হাছনরাজা) কথাশিল্পী সুফিয়া বেগম (হাছনরাজা) শাহনাজ পারভীন নাজ (হাছনরাজা), কবি ড. শাহনাজ পারভীন (হাছনরাজা) (প্রেসবিজ্ঞপ্তি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ