• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহত

আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলাম (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম বাগেরহাট শহরের দশানী এলাকার খান আব্দুল হাকিমের ছেলে।তার অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা ও পৌর আওয়ামীলীগ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।এরআগে শুক্রবার রাত আটটার দিকে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহণের একটি বাস গোপালগঞ্জ শহরের বেতগ্রামে পৌছে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে সাতজন নিহত ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার নুরল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইবনে মিজান হিরু বলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলাম ঢাকায় কাজ সেরে বাসযোগে বাগেরহাটের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। শনিবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে দল একজন নিবেদিত কর্মীকে হারিয়েছে। তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসরবাদ দশানী যদুনাথ স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। দলের নেতাকর্মীদের এই জানাযায় শরিক হওয়ার আহ্বান জানান তিনি।বাগেরহাট ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব আব্দুর রব সরদার বলেন, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ঠিকাদারি করে আসছিলেন। তিনি বাগেরহাটের প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাগেরহাট নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ