• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ককটেলসহ গ্রেফতার ০১

আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, ০২ ডিসেম্বর ২০১৭ তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দিয়াড় ধাইনগর (শিরটোলা) গ্রামস্থ আসামী ১। মোঃ বাদল আলী (৪৫), পিতা-মৃত আহাম্মদ আলী মন্ডল এর বসতবাড়ীতে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে এবং একজন ব্যক্তি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল ১৬:০০ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে উক্ত বসতবাড়ী ঘেরাও করাকালীন পালানোর সময় উপরোক্ত আসামী মোঃ বাদল আলী’কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য আরও বহু লোকের উপস্থিতিতে আসামী মোঃ বাদল আলীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, কিছু অজ্ঞাতনামা ব্যক্তির নিকট হতে অবৈধভাবে উক্ত ককটেলসমূহ সংগ্রহ করে অসৎ উদ্দেশ্যে তার বসতবাড়ীতে রেখেছিল। কিন্তু তার ০৭ বছরের ছোট ছেলে না বুঝে উক্ত ০৪ টি ককটেলকে টিনের কৌটা ভেবে সন্পাপড়ী কেনার উদ্দেশ্যে ফেরীওয়ালার নিকট নিয়ে যায় এবং ফেরীওয়ালাও টিনের কৌটা ভেবে তা ছোট করার জন্য বাটখারা দিয়ে আঘাত করলে সাথে সাথে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণে ফেরীওয়ালা মোঃ কাজল (১৮), পিতা-মোঃ তারাবুল, সাং-চৌডালা বুলটুংগী, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর জখমপ্রাপ্ত ফেরীওয়ালাকে চিকিৎসার নিমিত্তে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। তন্মধ্যে ধৃত আসামী মোঃ বাদল আলী পরিস্থিতি ধামাচাপা দিতে বিস্ফোরণ স্থল হতে অপর ০৩ (তিন) টি অবিস্ফোরিত ককটেল নিয়ে তার বসতবাড়ীর আঙ্গিনায় টয়লেটের ভিতর ফেলে দেয়। পরবর্তীতে র‌্যাবের ০৪ (চার) সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং আসামীর বসতবাড়ীর আঙ্গিনায় টয়লেটের ভিতর হতে ০৩ (তিন) টি অবিস্ফোরিত  ককটেল উদ্ধার করেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ