• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

বাগেরহাটে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মানববন্ধন

আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

প্রতিনিধি  বাগেরহাট
সতন্ত্র ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারি সনদবিহীন মেডিকেল টেকনোলজিস্ট দের ছাটাইসহ চার দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ আবু সায়েম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসাইন, সাবেক সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাবেক মহাসচিব মোঃ শিহাব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সতন্ত্র ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারি সনদবিহীন মেডিকেল টেকনোলজিস্টদের ছাটাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিপ্লোমা মেডিকেল এ্যাসিস্টান্টের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করা। ৩১ ডিসেম্বরের মধ্যে এসব দাবি না মেনে নিলে আরও বড় আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ