• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

১০ লাখে মুক্তি মিলল অপহীত রাবার বাগানের শ্রমিকদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় অপহৃত ২৬ জন রাবার বাগান শ্রমিক অপহরণের ৭২ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন।

পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকার বিনিময়ে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্গম এলাকায় তাদের ছেড়ে দেয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অপহৃত রাবার বাগান শ্রমিকরা তাদের পরিবারের কাছে ফিরে আসে।

গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার ফাসিয়াখালি, গয়াল মারা, মুসলিম পাড়া এলাকা থেকে গভীর রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ৬টি রাবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় কয়েকজন শ্রমিকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা যায়। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ার কারণে অপহরণকারীরা তাদেরকে ব্যাপক শারীরিক নির্যাতন করেছে বলে জানিয়েছে শ্রমিকদের পরিবারের সদস্যরা।

আরাফাত রাবার বাগান প্ল্যানটেশনের মালিক মো. শাহজাহান বলেন, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকি ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজারের ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে গুরুতর আহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে সরকারের কাছ থেকে।

ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত বলেন, অপহরণকারী পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি রাতে চোখ বাঁধা অবস্থায় রাবার বাগান শ্রমিকদের মুরুংঝিড়ি পাড়ায় রেখে চলে যায়।

প্রসঙ্গত, বিগত বছরগুলো থেকে চলতি বছরে লামা উপজেলার রাবার বাগানগুলোতে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে আসা শ্রমিকদের অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণের টাকা আদায়ের মতো ঘটনা ঘটিয়ে চলেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি ঘটনায় স্থানীয় রাবার বাগান ব্যাবসায়ীসহ কাজে আশা শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ