কায়েস কাওছার, সিরাজগঞ্জঃ- ক্লাইমেট এডাপ্টিভ আরবান এগ্রিকালচার ফর ফুড সিকিউরিটি ফর দ্যা- লো ইনকাম কমিউনিটিস ইন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে ব্র্যাক আরবান প্রকল্পের আওতায় নগর কৃষি মেলা অনুষ্ঠিত হয়। এ নগর কৃষি মেলায় ১০ টি স্টল প্রদর্শন করা হয়। আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক এর আয়োজনে ও সিরাজগঞ্জ পৌরসভার সহযোগিতায়,
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগর কৃষি মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, প্রোগ্রাম হেড, ইউডিপি ব্র্যাক ঢাকার ইমামুল আজম শাহী, সিবি এম ডেপুটি ম্যানেজার মোঃ জামিল আখতার, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ কে এম ফরহাদ হোসাইন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম প্রমুখ । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন। আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউডিপি ব্র্যাক ঢাকা সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম।
এসময়ে অনুষ্ঠানে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী, সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্র্যাক কর্মকর্তা -কর্মচারী, প্রকল্পের আওতায় নগরের কৃষক- কৃষাণী, ছাদবাগানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে, সিরাজগঞ্জ পৌরসভার ৮ টি কমিউনিটির মোট অংশ গ্রহণকারী ৬ হাজার জন। যারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পের মডিউল তৈরি করে শাক-সবজী উৎপাদনের প্রশিক্ষণ ও গবাদি পশু পাখি লালন -পালন প্রশিক্ষণ প্রদান। কার্যক্রম সম্পর্কে পুরো কমিউনিটির মানুষকে প্রকল্প অবহিত করণ। ৬ হাজার নারী সদস্যকে বিভিন্ন সিজনের উপর শাক-সবজি বীজ ও কৃষি সরমঞ্জাদি প্রদান। ১৫ শত নারী সদস্যকে গবাদি পশু পাখির বিভিন্ন ম্যাটারিয়াল বিতরণ। ১০ টি ভার্মিকম্পোষ্ট তৈরি ও কেচো সার উৎপাদন উৎসাহিত করণ। ১০ টি প্রদর্শনী সবজি বাগান প্রস্তুত করণ ও সবজি চাষে উৎসাহিত করণ। ৩ হাজার ক্রোপ ক্যালেন্ডার প্রদান। ৬ হাজার পরিবারকে কোভিড সেফটি ম্যাটারিয়াল প্রদান। বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক নিয়মিত গ্রুপ মিটিং। মার্কেট লিংকেজ সভা। ৬ হাজারটি পুষ্টিকর খাদ্য রান্না চর্চার উপর সেশন এবং শহরে কৃষি মেলার আয়োজন করা।