অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশ করে থাকেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। এবার তিনি মত প্রকাশ করলেন ধূমপান বিতর্ক নিয়ে।
চমকের মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
মঙ্গলবার (৪ মার্চ) এক ফেসবুক পোস্টে চমক লিখেছেন, ‘সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।
‘ধূমপান’ নিয়ে বিতর্কের সূত্রপাত রাজধানীর লালমাটিয়ায়। সেখানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
এরপর বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এ জন্য ওপেন সিগারেটটা না খাওয়ার পরামর্শও দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার কথার জের ধরে এ ঘটনায় বেশ উত্তপ্ত হয় সোশ্যাল মিডিয়া। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারন মানুষে মাঝে।
অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।