• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন মারা গেছেনসাইমন ফিশার বেকার
‘হ্যারি পটার’, ‘ডক্টর হু’খ্যাত ব্রিটিশ তারকা সাইমন ফিশার বেকার মারা গেছেন। রোববার (০৯ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ফিশার-বেকারের এজেন্ট কিম ব্যারি সিএনএন-কে বলেন, আমি কেবল একজন ক্লায়েন্ট সাইমন ফিশার বেকারকে হারাইনি। বরং ১৫ বছরের ঘনিষ্ঠ বন্ধুকেও হারিয়েছি। সাইমন আমাকে অনেক সাহায্য করেছে। সাইমন সকলের প্রতি সদয় ছিলেন।

১৯৬১ সালের ২৫ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন সাইমন ফিশার বেকার। এ শহরেই তার বেড়ে ওঠা। শৈশবে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেন সাইমন। তবে স্কুলের একটি মঞ্চনাটকে সুযোগ পাওয়ার পর অভিনয় প্রতিভার নতুন দিক উন্মোচিত হয়।

নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন সাইমন ফিশার বেকার। পাশাপাশি টিভি সিরিজে কাজ শুরু করেন। ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট টিভি সিরিজ উপহার দিয়েছেন।

২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউজের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন সাইমন ফিশার। তা ছাড়াও ‘ডক্টর হু’ নামে জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেন।

কমেডি চরিত্রের জন্যও দর্শকদের ভালোবাসা পেয়েছেন এই অভিনেতা। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসা কুড়ান সাইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ