• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

ধানমণ্ডির ফুটপাতে আটক মহিউদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

রাজধানীর ধানমণ্ডিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক মহিউদ্দিনকে ছেড়ে দিয়েছে পুলিশ। মানবিক কারণে বুধবার দিবাগত রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে বাবা-মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মহিউদ্দিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। মহিউদ্দিনের স্বজনরা গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১০টার দিকে মহিউদ্দিনের মুক্তির বিষয়ে কথা বলতে ধানমণ্ডি থানায় যান তারা।

তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হওয়ায় পুলিশ তাকে মুক্তি দিতে অপারগতা জানায়। পরবর্তী সময়ে রাত ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে মুচলেকা গ্রহণ করে অভিযুক্তকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেন।

প্রসঙ্গত, বুধবার ধানমণ্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মহিউদ্দিনের একটি ফুডকোর্ট উচ্ছেদ করা হলে তিনি প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, পরিবারকে সহযোগিতা করতে তিনি এই দোকান পরিচালনা করছেন। তিনি তো চুরি-ডাকাতি করছেন না। কাউকে অসুবিধা না করে এমন সৎকাজও কেন তিনি এই বাংলাদেশে করতে পারবেন না?

উপস্থিত গণমাধ্যমের সামনে এমন বক্তব্য দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে ওঠায়। এ সময় তাকে মারধর করতেও দেখা যায়। মহিউদ্দিনের এই বক্তব্য এবং পুলিশের মারধরের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ