• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ধর্ষণে অভিযুক্ত এক ‍যুবককে থানায় নেওয়ার সময় খিলক্ষেত থানার পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় স্থানীয়রা
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য জানান।

এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবককে আহত অবস্থায় হাসপাতলে পাঠানো হয়েছে।

রাত সোয়া ১২টার দিকে ওসি মো. কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুববকে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে এলে কয়েকশো স্থানীয় বাসিন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। তাছাড়া এতে পুলিশ সদস্যরাও আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ