• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
মানুষ স্বাধীনতার সুফল ৫৩ বছরেও ভোগ করতে পারেনি: তারেক রহমান মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন ঈদের নির্দিষ্ট তারিখ ফেসবুক পোস্টে যা বললেন তামিম সরকার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল মার্কিন সাহায্য কমিয়ে দেওয়ায় মৃত্যু হতে পারে বহু মানুষের বার্ড ফ্লু মহামারী ডেকে আনতে পারে , বিজ্ঞানীদের সতর্কবার্তা দিল্লির জবাবের অপেক্ষায় প্রস্তুত রয়েছে ঢাকা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রুগী। সুযোগ এসেছে দেশ গড়ার, এটা হারাতে চাই না : প্রধান উপদেষ্টা

দাবি আদায়ে বিজয়নগরে সড়কে বসে পড়েছেন শ্রমিকরা, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

দাবি আদায়ে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েই সোমবার (২৪ মার্চ) বিকালে কাকরাইল-পল্টন সড়কে বসে পড়েছেন বিক্ষোভরত শ্রমিকরা। এতে ওই সড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, সোমবার সকাল থেকেই বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা। বিকাল পৌনে ৪টায় এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে সড়ক অবরোধের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই সড়কে বসে পড়েন।

আন্দোলনকারীরা টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী। বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা, সার্ভিস বেনিফিট এবং নিহত রামপ্রসাদ সিংয়ের ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকরা জানান, তারা সড়কে বিক্ষোভ করতে চাইলেও রমজানের কথা বিবেচনা করে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। তবে সমস্যার সমাধান না হওয়ায় সড়কে অবস্থান নিয়েছেন।

টিন এজ অ্যারেলের শ্রমিক-কর্মচারী ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম জহির বলেন, ‘গত ১৮ মার্চ আমাদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু এর আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন। তাই ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।

স্টাইল ক্রাফটের শ্রমিক রেহানা বেগম বলেন, ‘গতকাল আমাদের আশ্বাস দিলেও আমাদের সহকর্মী রামপ্রসাদের মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমাদের বাধ্য হয়ে বিক্ষোভ করতে হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার (২৩ মার্চ) শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। রাত পৌনে ১০টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেন তারা। সাত ঘণ্টা পর মুক্ত হন কর্মকর্তারা। এ নিয়ে সোমবার বেলা ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ