• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

বিএসএফের বিরুদ্ধে সিমান্তে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। নিহতের বোনের অভিযোগ, বিএসএফ তার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। তবে বিজিবি বলছে ভিন্ন কথা। তারা বলছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই যুবক।

মঙ্গলবার রাতে উপজেলার সেজামুড়া গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুরাদ হোসেন মুন্না (৩৫)। তিনি সেজামুড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

মুন্নার বোন পারভীন বেগম জানান, সীমান্তে থাকা নিজেদের জমিতে পানি দিতে বিকাল ৫টার দিকে সেখানে যায় তার ভাই। সেই সময় বিএসএফের সাত থেকে আটজন সদস্য তাকে ডেকে সীমান্ত পিলারের কাছে নিয়ে যায়। কথাবার্তা শেষে তাকে বিদায় করে দেন। কিছুটা আসার পর বিএসএফ সদস্যরা ফের মুন্নাকে ডাক দেন। তিনি সেখানে গেলে ধরে নিয়ে মারধর করেন বিএসএফের সদস্যরা। এতে জ্ঞান হারান মুন্না। রাতে ৭টার দিকে সীমান্তে আমার ভাইকে ফেলে চলে যায় তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মুন্নাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে আবার নিজে হেটে দেশে ফিরে আসেন। এরপরেও কিভাবে মারা গেছেন, আমরা তা তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ