• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

বগুড়ার গাবতলীতে ভাংচুর মারপিট  মামলায় একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

গাবতলী  প্রতিনিধিঃ- বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের বাড়ি ঘর ভাংচুর মারপিট ও টাকা  নেওয়ায় মামলায় এক জনকে  গ্রেকতার করে জেল হাজুতে প্রেরন করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে   উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রাম। মামলা সূত্রে জানা গেছ গত ১৪ ফেব্রুয়ারি সকালে  উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেক প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের ছেলের বাড়িতে পূর্ব শত্রু তার যে ধরে প্রতিপক্ষরা ব্যাপক ভাংচুর করে।
এ সময় বাধা দিলে আব্দুল খালেক,তাপসী খাতুন, নাজমা আকতারকে মারপিট করে আহত করে।  শয়ন ঘরের বাক্সর তালা ভাঙ্গে এক লক্ষ আশি হাজার টাকা বাহির করে নিয়ে যায়। এ ঘটনায় খাজা প্রামানিক বাদী হয়ে ৮ এপ্রিল একই গ্রামের সহিদুল ইসলাম, আবু তাহের,ভুট্টা,সফিকুল,আলা,উদ্দিন,রাজু,মিন্নু,আফজাল,আনোয়ার, আমজাদ,গফুর,মুকলু,আমিনুর, আলমিন,টিক্কা,খলিলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। এই মামলার ১ নং আসামী সহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ