• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে এখন ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মার্চ মাসে এক ডজন ডিমের গড় দাম ছিল ৬ দশমিক ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা।

যুক্তরাষ্ট্রে ডিমের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে এক ডজন ডিমের গড় দাম ছিল ৬ দশমিক ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা।

এক বছর আগের তুলনায় এই দাম দ্বিগুণেরও বেশি। জানুয়ারিতে প্রতি ডজন ডিমের দাম ছিল ৪ দশমিক ৯৫ ডলার এবং ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৯০ ডলার। মার্চের মূল্য সকল পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

যদিও মাসের শেষে পাইকারি দামে কিছুটা স্বস্তি এসেছে, খুচরা বাজারে তার প্রভাব এখনো তেমন দেখা যায়নি।

উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৩৫ শতাংশ কমেছে। তিনি কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সকে এজন্য প্রশংসা করেন এবং বলেন, তিনি ‘ভালো কাজ’ করেছেন।

সূত্র : এপি ও অন্যান্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ