• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

স্থগিত পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামের প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না। এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী!

তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে আজকের কোনো বুকিং ছিল না। তবে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কোনো অর্থ পরিশোধ করেনি।

মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে সে সময় তা স্থগিত করেন আয়োজকেরা। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর আজও নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে কনসার্টটি স্থগিত করে আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এরই মধ্যে ‘মুস্তাফা জাহিদ মেলোডি আনলিশড’ কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ