• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

৫৫ জিম্মি জেলেকে ফেরত আনল বিজিবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন বাংলাদেশি জেলেকে অবশেষে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন জালিয়াপাড়া ট্রানজিট জেটিঘাট হয়ে জেলেদের দেশে ফিরিয়ে আনা হয়। তবে জব্দ হওয়া মাছ ধরার ট্রলার ও জাল ফেরত দেয়নি আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি বলেন, “জেলেদের ফেরত আনার জন্য শুরু থেকেই বিজিবি ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেছে। অবশেষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশি জেলেরা মাছ ধরার সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে। এরপর শুরু হয় কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে আলোচনা, যার সফল পরিণতিতে বুধবার জেলেরা ফিরে আসেন।

বর্তমানে ফেরত আসা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে জব্দ হওয়া ট্রলার ও জাল ফিরিয়ে আনতেও বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ