• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ভোটার হতে বাধ্যতামূলকভাবে চার তথ্য দিতে হবে প্রবাসীদের দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে: শেহবাজ সমস্যা মিটিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়কে আহ্বান ট্রাম্পের ইশরাকের শপথ চেয়ে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ, সড়ক অবরোধ যুদ্ধবিরতির মধ্যও হুমকি পাল্টা হুমকিতে ভারত-পাকিস্তান পোশকশিল্পে অস্থিতিশীলতার জন্য অর্থের জোগান দিতেন শাহীদা  নিরাপত্তা চেয়ে মামলা করেও শেষ রক্ষা হয়নি মজিদের ! অটো রিক্সা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ‘অপারেশন সিঁদুর’ পালটা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি: বিজেপি মন্ত্রী

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল পাকিস্তানকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের বিষয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ অমীমাংসিত বিষয় উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে বিদেশ থেকে আসা সহায়তা ফেরত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।

আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললে পাকিস্তান কি প্রতিক্রিয়া দেখিয়েছে, জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, এ বিষয়ে তারা (পাকিস্তান). আলোচনা অব্যাহত রাখবে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় এসেছেন আমনা বালুচ।

২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ