• বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

জানা যায়, মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুহিবুর মজিবুরকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এতে এক ভাইয়ের হাতে অপর ভাই মারা গেছেন বলে জেনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ