• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

প্রশংসায় ভাসছেন স্পর্শিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঈদে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে দেখা গেছে সিনেমার আদলে নির্মিত একটি সিনে-ড্রামায়। যার নাম ‘পায়েল’।

এতে তিনি অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি বাঁধেন।
এটি পরিচালনা করেন সাইফুল হাফিজ খান। আর্ক ফিল্মেসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে।

এরইমধ্যে অনেকে এ সিনে-ড্রামার বেশ প্রশংসা করেছেন বলে জানান স্পর্শিয়া। প্রথমবারের মতো ইউটিউবের জন্য এমন সিনে ড্রামা নির্মাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া বলেন, আমি এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। কিন্তু এ গল্পটি না করতে পারিনি। এটির অন্যতম কারণ, এটি সিনেমার আদলেই নির্মাণ হয়েছে। এ ছাড়া এটির গল্পও গতানুগতিক গল্পের বাইরে বলতে পারি। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন তারা বেশ প্রশংসা করছেন।

গল্পে দেখা যায়, কুতুব (খায়রুল বাসার) শিকড়হীন এক যুবক। যার বেড়ে ওঠা এটি নির্জন অবহেলিত চিতায়। লাশ পোড়ানোই তার কাজ। অন্যদিকে জরী (অর্চিতা স্পর্শিয়া) পরিচ্ছন্নকর্মী। যার কেউ নেই। তাই অবসরে সে কুতুবের সাথে চিতায় সময় কাটায়। কিন্তু শেষ পর্যন্ত কী তাদের এভাবে এক চিতায় থাকা হবে? এমন গল্পেই নির্মিত পায়েল।

নির্মাতা বলেন, পায়েল সিনেমা আদলে নির্মিত হয়েছে। আমাদের ইউটিউবের জন্য এমন সিনে-ড্রামা এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। বেশ কয়েকদিনের সময় নিয়েই এটির শুটিং করেছি। যারা পোয়েল দেখেছেন তাদের অনেকেই এটির নির্মাণ ও গল্পে প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ