• বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যুবদল নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর হাতিরঝিলের মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন যুবদলের এক নেতা। আহত ওই ব্যক্তির নাম মো. আরিফ (৩৫)। তিনি বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের একজন সদস্য।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামলার শিকার হন আরিফ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ পেশায় একজন ওয়ার্কশপ কর্মী। হামলার সময় দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে এবং পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

আহতের পরিচয় সম্পর্কে জানা গেছে, তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। তিনি বর্তমানে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, “হামলার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। ঘটনাস্থলের আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ