• বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর ডেমরা ও মিরপুরে পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে ‘প্রহসন’ বন্ধের দাবিতে রোববার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচি পালিত হয়।

ডেমরায় ঢাকা-৫ আসনের আওতাধীন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অন্যদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে যুবলীগ,
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দুই মিছিলেই অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। তারা বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একাধিক রাজনৈতিক ষড়যন্ত্র তাকে থামানোর অপচেষ্টা করছে। আমরা রাজপথে থেকেই এর জবাব দেব।”

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায়ও ঢাকা-১৮ আসনের আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই দাবিতে ঝটিকা মিছিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ