• রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

হাত মুখ বাধা নারীর মৃত দেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Oplus_131072

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের পাশে একটি পুরনো কবরস্থানের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়া খোর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ তাজমুল কয়েকদিন আগে কুমিল্লা কাজ করতে গিয়েছেন। বাড়ীতে বয়স্ক মা আর বউকে রেখে যায়।

স্থানীয়রা জানায়, হাত-মুখ বাঁধা অবস্থায় চিত করে ফেলে রাখা হয়েছিল তাঁকে। মরদেহের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।
নিহত খায়রুন নাহার এর শাশুড়ি জানান, ভোরবেলা দুর্বৃত্তরা ফোন করে ডেকে নেয়।তারপর খোজ পাওয়া যাচ্ছিল না। খোজ খুজির পর ভুট্টা ক্ষেতে জুতা পাওয়া যায় তারপর বাশ ঝারে লাশ দেখতে পাই।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ