আগামী ৯ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের প্রদর্শনী ‘অ্যাম্বিয়েন্ট’। মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ওই প্রদর্শনীতে বাংলাদেশের ৩১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ প্রদর্শনীতে বিশ্বের ১৫৪টি দেশের প্রায় সাড়ে চার হাজার প্রদর্শক অংশ নেন। আর সারা বিশ্ব থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার দর্শণার্থী অংশ নেন। এবার বাংলাদেশ থেকে মূলত সিরামিক, পাট এবং অন্যান্য হস্ত শিল্পজাত পণ্যের প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) উদ্যোগেও বেশকিছু প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজক সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশ হলো প্রদর্শনীতে পণ্য তালিকায় দ্বিতীয় বৃহত্তম অংশগ্রহণকারী দেশ। প্রদর্শনীতে অংশ নেওয়া শীর্ষ দশ দেশ হলো চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, দক্ষিন কোরিয়া, নেদারল্যান্ড, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র।