• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

ফ্রান্সে ৬৫ হাজার লোককে প্রশিক্ষণ দেবে ফেসবুক

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বিনামূল্যে ৬৫ হাজার ফরাসীকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার প্রশিক্ষণ দেবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কর্মসংস্থান পরিকল্পনার আওতায় নারী ও বেকারদের সহায়তার লক্ষ্যে তাদের এ পদক্ষেপ বলে সোমবার একথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্টারনেটভিত্তিক বৃহৎ প্রতিষ্ঠানটি ২০২২ সাল নাগাদ ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত এক কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের পেছনে কি পরিমাণ বিনিয়োগ করবে তা জানায়নি। ফেসবুক এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি ফ্রান্সের জাতীয় বেকার সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৯ সাল নাগাদ ৫০ হাজার বেকার লোককে কম্পিউটার চালনায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেবে।
একই সময়ে ফেসবুক নিজস্ব কম্পিউটারভিত্তিক ব্যবসা পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার জন্য ১৫ হাজার ফরাসী নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। শি মিনস বিজনেস কোম্পানির সম্প্রসারণের অংশ হিসেবে এটা করা হবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে কাজ করছে। কর্মসংস্থান পরিকল্পনার আওতায় ফ্রান্সের বিভিন্ন শহরে ৩ হাজার ৫শ’ নারীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও আরো ১১ হাজার ৫শ’ নারীকে অনলাইন কোর্স করানো হবে। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ