• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

‘জেলকোড অনুযায়ী সুবিধা পাবেন খালেদা জিয়া’

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া সামাজিক অবস্থা ও বয়স বিবেচনা করে, তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন সেইসব বিবেচনায় জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে। প্রয়োজনে তাকে সরানো হতে পারে।
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি সারা বাংলাদেশে খোঁজ নিলাম। কোথাও কোনো আতঙ্ক নেই। সব স্বাভাবিকভাবে চলছে। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যেটা করার সেটাই করবে। কেউ ভাঙচুর, নৈরাজ্য করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ