• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

‘হাওরবাসীর দুঃখ ঘোচাতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে’

আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, হাওরবাসীর দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। গত বছরের মতো এ বছর যাতে ফসল হানি না ঘটে। সেই লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘হাওর বাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। আল্লাহর উপর ভরসা রাখুন। আমরা আস্থার সাথে কাজ করে যাবো।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের পাগনা হাওর পাড়ে এক কৃষক সমাবেশে পানি সম্পদ মন্ত্রী এ কথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মদ খান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ