• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শ্বাস নিলেই বাজে বাঁশি, অস্ত্রোপচারে বাঁচল কিশোর রেফারি

আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাঁশি বাজাতে বাজাতে অসাবধানে শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল বাঁশির বল। তারপর থেকে শ্বাস নিলে আওয়াজ হচ্ছিল বাঁশির মতো। কলকাতা মেডিক্যাল কলেজে অস্ত্রোপচার করে বের করা হল সেই বল। সুস্থতার পথে ১২ বছরের কিশোর শেখ শাহিন।
হাওড়ার জগতবল্লভপুরের বাসিন্দা ১২ বছরের শেখ শাহিন। গতকাল শুক্রবার একটি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব সামলাচ্ছিল সে।
জানা গেছে, সেইসময়ই রেফারির বাঁশির ভিতরে থাকা ছোট বলটি শাহিনের মুখে ঢুকে যায়। সোজা শ্বাসনালীতে গিয়ে আটকে ‌যায় বলটি। তারপর শুরু হয় শ্বাসকষ্ট। শুধু তাই নয়, শাহিন শ্বাস নিলে ভিতর থেকে বাঁশির আওয়াজ বেরোতে থাকে।
শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপরই ছেলেকে নিয়ে রাত ৩টায় কলকাতা মেডিক্যাল কলেজে ছুটে আসে শাহিনের মা। ব্রঙ্কোস্কপিতে ধরা পড়ে সাহিনের শ্বাসনালীর বাঁ দিকের অংশে আটকে রয়েছে বাঁশির বল। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
শনিবার সকালে অস্ত্রোপচার করে বের করা হয় বাঁশির সেই বল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সাহিনের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। খবর জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ