বাগেরহাট প্রতিনিধি॥
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসাবে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু,সহসভপতি এ্যাডভোকেট আব্দুল হাই, সহ সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী রবি, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মো. আলতাফ হোসেনসহ দলীয় নেতারা।