কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বেলনী মাঠে প্যানেল চেয়ারম্যান রিপন ইসলাম মঈনুল টিভি এন্ড টিভি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অজিত স্মৃতি পরিষদ বৃন্দাবনপুর ১-০ গোলে রংধনু স্পোর্টিং ক্লাব, ধোপাটিলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে রোববার সন্ধ্যা ৬টায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নূর মাস্টরের সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার হিসাবে টিভি প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ইমন। টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেছিল। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।