সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজারে রোববার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। দিপ্তিমান স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক আখিদুল ইসলাম জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপির প্রতিনিধি এনামুল হক জোয়ার্দ্দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, তারাকান্দি বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মিঠু আহমেদ প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।