সিংড়া(নাটোর)প্রতিনিধি॥
পিতা-মাতার ভালবাসার পরাজয় হয়েছে , আর জয় হয়েছে স্কুলছাত্রী ঐশির জিদের। নাটোরের সিংড়ায় রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী ঐশি (১৫) মায়ের কাছে পিকনিকের টাকা চেয়ে না পেয়ে গলায় ওড়না জড়িয়ে আতœহত্যা করেছে। রবিবার বিকেলে মায়ের সাথে অভিমান করে সে আতœহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পৌর শহরের বালুয়া বাসুয়া গ্রামের হযরতের মেয়ে ঐশি রবিবার বিকেল ৪টা স্কুল থেকে বাসায় ফিরে মায়ের কাছে পিকনিকের টাকা চায়। ঐশির বাবা কাজের জন্য ঢাকায় অবস্থান করায় তার মা টাকা দিতে অপরগতা প্রকাশ করে। এসময় মায়ের সাথে সামান্য একটু কথা কাটাকাটি হয়। তার পরেই ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আতœহত্যা করে। জানাজানি হলে দ্রুত ক্লিনিকে নেয়। সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঐশি খুব মেধাবী ছাত্রী ছিলো। তার আতœহত্যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, স্কুল থেকে পিকনিকে যাওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিলো না। যার ইচ্ছে হবে সে যাবে। সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি তাদের জানা নাই।