• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে খরচ করা উচিত

আপডেটঃ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তা যেন সঠিকভাবে সময়মত শিশুদের কল্যাণে খরচ করা হয় সেজন্য মন্ত্রণালয়ের নজরদারী আরো বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের প্রচেষ্টায় এবং শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর মমতার কারণেই সরকার বাংলাদেশে শিশু বাজেট বরাদ্দ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলন কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র যৌথ উদ্যোগে আয়োজিত‘শিশুর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশ সরকারের বাজেট বরাদ্দ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার একথা বলেন।
ডেপুটি স্পিকার শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বাজেটের সুষম ব্যয় নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিবন্ধী ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসকে সরেজমিনে ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনের পরামর্শ দেন।
এনজিওসমুহকে প্রতিবন্ধীদের উন্নয়নে গৃহীত কার্যক্রমকে শুধুমাত্র প্রফেশনাল কার্যক্রমের বিষয়বস্তুতে পরিণত না করে দায়িত্বের সাথে কাজ করা এবং প্রতিবন্ধীদের প্রতি আরো বেশি যত্নশীল হওয়ারও আহ্বান জানান ডেপুটি স্পিকার।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে আলোচনায় আরো অংশগ্রহণ করেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, কাজী রোজী, শামছুল আলম দুদু, রিফাত আমিন, আয়েশা ফেরদৌস, কামরুন্নাহার চৌধুরী, আখতার জাহান, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডাইরেক্টর ফ্রেড উইটিভিন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।-বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ