লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ও ভাটিয়ালপুর এলাকায় পৃথক ২টি অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে এবং ২ আসামীকে গ্রেফতার করে।
সোমবার সন্ধ্যায় লামচর বাজার থেকে রামগঞ্জ থানার ওসি তোতা মিয়ার নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, এএসআই মোজাম্মেল হোসেন ও সোহরাব হোসেন অভিযান চালিয়ে লামচর দত্তের বাড়ীর লেদু মিয়ার ছেলে আবু সুফিয়ান (২৪) কে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে। রামগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া পৃথক অভিযানে ভাটিয়ালপুর এলাকা থেকে সোমবার গভীর রাতে ফাড়ি থানার ইনচার্জ মোছলেহ উদ্দিন ও এসআই ফারুক অভিযান চালিয়ে শ্যামপুর দেওয়ান বাড়ীর রুহুল আমিনের ছেলে মোঃ রাছেল হোসেন (২৫) কে একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, রাছেল করপাড়া এলাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, রামগঞ্জ ও চাটখীল থানায় তার বিরুদ্ধে খুন ডাকাতি ও ছিনতাইয়ের ৮ মামলার পলাতক আসামী।