লক্ষ্মীপুর প্রতিনিধি॥
উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এ স্লোগানকে সামনে রেখে রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ সকাল ১০টায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, এসময় ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুপ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তারসহ অনেকে।
এসময় রামগঞ্জ এম ইউ সঃ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আথাকরা উচ্চ বিদ্যালয়, কে এম ইউনাইটেড একাডেমি, পানপাড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।