রংপুর অফিস॥
বাংলা ভাষাকে জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে রংপুরে বুধবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে দাবি আদায়ে রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিশাল মিছিল বের করা হয়। এতে কলেজ কর্তৃপক্ষ একাত্মতা প্রকাশ করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ রংপুর সরকারি কলেজের সভাপতি মোঃ আবু সাঈদ রিমন,সম্পাদক মাহবুব আলম সুজন ,ছাত্রনেতা আল আমিন সোহাগ, জিন্নাত প্রধান প্রমুখ। বক্তারা বাংলা ভাষাকে জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।এতেরংপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।