চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
২৮ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি বাইসাইকেল যোগে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শিবগঞ্জের নরেন্দ্রপুর হতে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে ভোর আনুমানিক ০৬:৩০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন গোলাপেরহাট সংলগ্ন পাঁকা রাস্তার বাম পার্শ্বে জনৈক মোঃ খাইরুল ইসলাম (৪০) এর রাইচ মিলের সামনে সুকৌশলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাজাহার ইসলাম (৪২), পিতা-মৃত ইসলাম আলী, সাং-নরেন্দ্রপুর (সুজনপাড়া), থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর হেফাজত হতে (ক) একটি পুরাতন ক্যারেটে রক্ষিত বিদেশী মদ-২০ বোতল, (খ) মোবাইল ফোন-০১ টি, (গ) টর্চ লাইট-০১ টি, (ঘ) বাই সাইকেল-০১ টি ও (ঙ) নগদ-১৩৫/-টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত বিদেশী মদসমূহ বিক্রয়ের উদ্দেশ্যে বাই সাইকেলে করে নিয়ে যাচ্ছিল মর্মে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।