সিংড়া(নাটোর)প্রতিনিধি॥
নাটোরের সিংড়ায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ বাবু (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক বাবু সিংড়া উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
র্যাব-৫, নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লশি করে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক নিজ বসতবাড়ির টয়লেটের ছাদ থেকে একটি ধারালো হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সিংড়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামী বাবুকে উদ্ধারকৃত অস্ত্রসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।