উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজন সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা এবং তার কাছ থেকে জব্দ করা ৪শ বস্তা ইউরিয়া সার আজ বুধবার সকালে খোলা বাজারে বিক্রী করে ২ লাখ ৮০ হাজার টাকা সরকারী তহবিলে জমা দেওয়া হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এ ভ্রাম্যমান পরিচালনা এবং জব্দকৃত সার খোলা বাজারে বিক্রীর আদেশ দেন। জানা গেছে, উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের খুচরা সার ব্যবসায়ী মোঃ মনছুর রহমান ৫০ কেজি ওজনের ৪শ বস্তা ইউরিয়া সার সোমবার রাতে অন্য এলাকা থেকে কিনে এনে অবৈধ মজুত করছিলেন। স্থানীয় কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আজমল হক গোপন খবরে বিষয়টি জেনে সরেজমিনে সেখানে গিয়ে ব্যবসায়ী মনছুর রহমানের হেফাজত থেকে এ সার নিয়ে মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের জিম্মায় রাখেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত গঠন করে ব্যবসায়ী মনছুর রহমানকে অর্থ জরিমানা করেন।