• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

‘শিশুর পরিপূর্ণ বিকাশে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে’

আপডেটঃ : শনিবার, ৩ মার্চ, ২০১৮

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে। ফুলের মত শিশুদেরও ফুটতে দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ফুল ফুটতে যেমন আলো, বাতাসের প্রয়োজন, ঠিক তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়তে চিত্রাঙ্কন, পছন্দের বই পড়া, ছড়া, কবিতা লেখাসহ সংস্কৃতি চর্চায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন।
আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, ‘আমাদের অভিভাবকরা চায় বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করুক। কিন্তু কোন প্রতিযোগিতায় বাচ্চারা এক, দুই, তিন, চারের মধ্যে থাকলো কি-না সেটি বিবেচ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে চেতনা জাগ্রত করার বিষয়টি বড়।
ভিশন-২০২১-র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন আর রশিদ, জেলা প্রশাসক খালেদ রহীম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরি, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ