আসিফ মাহফুজ কলারোয়া প্রতিনিধি॥
সাতক্ষীরা কলারোয়া কাঁকডাঙ্গা সিমান্তে বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন নায়েক সুবেদার মো:আব্দুল আলিমের নেত্রীতে একটি টহল দল সোনা চালান করার প্রস্ততি নিচ্ছিলো গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সোনা চোরা করবারি জহুরুল ইসলাম (৪০) পিতা মো: তাছির উদ্দিন বাড়ীতে আনুমানিক ৭:২৫ মিনিটে সময়ে বিজিবি অভিযান চালায় । এই সময় তার বাড়ীতে তল্লাশী চালিয়ে তৈরীকৃত স্বর্ণের বিভিন্ন গহনা সহ ১৫ লক্ষ টাকার গহনা জদ্ব করা হলেও জহুরুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয় নি বিজিবি, শীর্ষ সোনা চোরা কারবারী মো: জরুহুল হক দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় স্বর্ণ ব্যবসার সাথে জড়িত আছেন বলে এলাকাবাসী জানাই, ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী জহুরুল ইসলামকে স্ত্রী মোছা : সাজেদা খাতুন (৩৭) মেয়ে সোহানা খাতুন(১৫) কে কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।