• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট আমলা-মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে : হাসনাত ‘বোমা’ বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো শিশুর কব্জি ১৯ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের পশ্চিমাদের উদ্বেগ বারিয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষিদের মন্ত্রীত্ব হারানো টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো চাঁদাবাজি: অর্থ উপদেষ্টা ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা: উমামা ফাতেমা ঢাবিতে প্রথমবারের মতো হলো হিজাব র‍্যালি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেমিনার অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৪ মার্চ, ২০১৮

রংপুর অফিস॥
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি)  রংপুর-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য, জ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার  বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাশরুমে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের কলফিল্ড স্কুল অব ইনফরমেশন টেকনোলজির প্রফেসর ড. ল্যারি স্টিলম্যান এবং ইতালির স্যাপেনজা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মনস্তত্ববিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাউরো সারিকা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় দুই ঘন্টাব্যাপী চলা সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন অক্সফাম জিবি বাংলাদেশের আইসিটি ও উন্নয়ন বিষয়ক সমন্বয়ক তাপস রঞ্জন চক্রবর্তী, উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুরের কর্মকর্তা সেলিম আহমেদ, পুরান চন্দ্র বর্মণ, সমিত্রি রানী, মুকিম চৌধুরী প্রমুখ।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর কলিমউল্লাহ বলেন, ‘এ ধরনের গবেষণা বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করে।’ তিনি দুই বিদেশী অধ্যাপককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানান এবং আজকের সেমিনারে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সেমিনারে দুই বিদেশী আলোচক প্রফেসর ল্যারি এবং মাউরো গবেষণার নানা দিক তুলে ধরেন। এছাড়াও সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এই দুই স্কলারের কাছে গবেষানায় অংশগ্রহণমূলক বিষয়ে বিভিন্ন তথ্য জেনে নেন।
উল্লেখ্য, বেরোবি রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুরের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক বিভিন্ন বিষয় আদান প্রদানের নিমিত্তে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এই প্রজেক্টে অক্সফাম জিবি বাংলাদেশের মাধ্যমে সহায়তা করছে মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ