রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। দোকান মালিক ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম বারের মত দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার দের মুল্যবান ভোট দিয়ে শান্তিপুর্ন পরিবেশে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ মো: নুরে আলম সিদ্দিকী । এবং দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচনে চার ব্লক থেকে ২০ জন সাধারন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন । এসময় দোকান মালিক ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সাধারন সম্পাদক শাহ মো: নুরে আলম সিদ্দিকী বলেন আমি ভোটারদের সেবা করবো ও সুখে-দুখে তাদের পাশে থাকবো ।