নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়াারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়র মুক্তির দাবীতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের যৌথ উদ্দোগে ব্যাপক বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে । বিক্ষোভ মিছিলের পর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ কর্মসুচী ও স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এবং তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি, ভোলা -২ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর এম আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ। তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি জাহাঙ্গীর এম আলম জানান, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির মাধ্যমে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠিয়েছ স্বৈরাচারী এই সরকার। সরকার তাকে জেলে পাঠিয়ে একতরফা ভাবে নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের হীন উদ্দেশ্য জনগণের প্রদিবাদের মুখে কোন দিনই বাস্তবায়ন হবেনা। তিনি জানান,খালেদা জিয়াকে জেলে পাঠানোর পর থেকে অবৈধ রায়ের সাজা বাতিল এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবীতে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের যৌথ উদ্দোগে জাতিসংঘ এবং হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছি।