খালেদা জিয়ার মুক্তির দাবীতে দৌলতখান চরপাতায় বিএনপির লিফলেট বিতরণ
বিপ্লব রায়,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী অংশ হিসেবে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে বিএনপির উদ্দোগে লিফলেট বিতরণ কর্মসুচী পালিত হয়েছে। শুক্রবার বিকালে চরপাতা ইউনিয়নের নৈমুদ্দিন হাট বাজার,বটতলা, কেরানীবাজার ও সৃশ্টিতলাসহ কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করেছেন দৌলতখান উপজেলা বিএনপির তথ্য-গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন । এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, চরপাতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক মেম্বার, যুবদলের সভাপতি কামাল হোসেন,ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম মানিক,ছাত্রদল ১,২,৩ নং ব্লক কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফরাজী,চরপাতা ইউনিয়ন তরুণ দলের সভাপতি নুর মোহাম্মদ,সাধারন সম্পাদক নিজাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মিলন ফরাজীসহ বিএনপির অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।