চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জমির বিরোধ নিয়ে ছোট ভাইয়ের হাতে আব্দুর রশিদ (৬৫) নামে এক বড়ভাই খুন হয়েছেন। আব্দুর রশিদ হচ্ছেন গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মৃত হুমেদ আলীর ছেলে। এঘটনায় ঘাতক ছোটভাই দুরুল হোদা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে। জানা গেছে, জমিজমা নিয়ে বড়ভাই আব্দুর রশিদের সাথে তার ছোটভাই দুরুল হোদার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই দুরুল তার বড়ভাই আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আব্দুর রশিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে এবং ঘাতক দুরুল হোদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।