ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের স্থলকাশি নামক স্থানে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও অপর এক আরোহী।। আহতরা হলেন, একই উপজেলার কুকাদাইর গ্রামের মৃত হবিবর রহমান মন্ডলের ছেলে রাহুল মন্ডল (১৫) ও রাউৎবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে রাসেল (১৫)। আহতদের প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ৫ মার্চ সোমবার বেলা ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কে স্থলকাশি নামক স্থানে ভূঞাপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জীবন মন্ডল নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও এক আরোহী।এলাকাবাসী আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।