চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা,স্বাস্থ্য সংস্কৃতি ও ক্রীড়া ট্রাস্ট এর উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান,এনডিসি নয়ন কুমার রাজবংশীয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এজাবুল হক বুলি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক,অভিভাবক ও মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ৬৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।