ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন খাবারের দোকান,বেকারি ও ঔষদের দোকানে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৫মার্চ) সকালে ময়মনসিংহ ভোক্তা অধীকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে একটি দল উপজেলা সেভেন স্টার হোটেলকে ২০ হাজার,সিডস্টোর বাজারের পারভেজ বেকারীকে ৫০ হাজার,অপু মেডিকেলকে ১০ হাজার,মিমি হোটলকে ১০ হাজার,জুয়েল স্টোরকে ৫ হাজার ও আপেল স্টোরকে ৫হাজার মোট ১লাখ টাকা জরিমানা করেন।
সেনেটারি ইন্সপেক্টার শামছুল ইলাম রমিজ জানান, সিডস্টোর এলাকার আনসারুল হক তালুকদারের জায়গা বাড়া নিয়ে পারভেজ বেকারির মালিক জহিরুল ইসলাম খাবার সামগ্রী প্রস্তুত করে বাজারজাত করলেও তাদের কারখানায় ময়লা,অস্বাস্থকর পরিবেশ,মেয়াদ উল্লেখ না থাসহ বিভিন্ন কারনে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছেন মোবাইলকোর্ট।