ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা বালিয়াগামী একটি জনসেবা বাস দ্রুত গতিতে আসলে কলেজের গেটের সামনে দাড়িয়ে থাকা মোঃ মনোয়ার হোসেন (১৮) নামে কলেজ ছাত্রকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে য়ায়। এই সময় কলেজের ও আশে পাশের লোক জন এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ সোমবার (৫মার্চ) বেলা ১২ঘটিকার সময় কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মনোয়ার হোসেনর বাড়ী ধামরাই উপজেলা বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আকবরের ছেলে।
এই সময় ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। তারা তার বন্ধুর বিচার দাবিতে রাস্তা ছাড়বে না বলে শ্লোগান দিতে থাকে। এই সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে ছাত্র ছাত্রীদের ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কিন্তু এর পর ও তারা রাস্তায় দাড়িয়ে বন্ধুর বিচার দাবি করে।
এই সময় কলেজের এক টিচার জানান মোঃ মনোয়ার হোসেন ভালুম আতাউর রহমান খান কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। সেই পরিবারের একমাত্র ছেলে। গত তিন মাস আগে তার বাবা ও সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে জানান। এবং ছেলেটি অত্যন্ত গরীব অনেক কষ্টকরে তার মা তাকে পড়াশোনা করায়তেছে।
এই ব্যাপরে তার মার সাথে কথা বলতে গেলে সে বার বার মাটিতে পড়ে জ্ঞানহারিয়ে ফেলে। মনোয়ারের মৃত্যতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই ব্যাপারে ধামরাই থানার (পুলিশ পরিদর্শক তদন্ত) মোঃ আবু সাঈদ আল মামুন বলেন ঢাকা থেকে ছেড়ে আসা জনসেবা বাসটি কালামপুর কলেজের গেটে সামনে দ্রুত গতিতে চলে আসলে দাড়িয়ে থাকা মনোয়ার হোসেনকে ধাঁক্কা দিলে সে পাশে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরে তাকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।